Title:ইরাকের প্রাচীন নগরী নিমরুদ ধ্বংস করেছে আইএস
Author :rupok
ইরাকে অ্যাসিরীয় সভ্যতার প্রাচীন নগরী নিমরুদ ধ্বংস করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা।
অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেছে তারা যেখানে দেখা যাচ্ছে প্রথমে বুলডোজার ও পরে বিস্ফোরক দিয়ে ধ্বংস করেছে প্রাচীন এই নগরীকে।
এর আগে এ বছরের মার্চ মাসে কিছু ছবি প্রকাশিত হয় যেখানে নিশ্চিত করা হয়, আইএস জঙ্গিরা নিমরুদ ধ্বংস করছে।
নিমরুদ ইরাকের অন্যতম প্রত্নতাত্ত্বিক সম্পদপূর্ন শহর।
খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দে ইরাকের মসুলের ১৮ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলে নিমরুদ শহরটি গড়ে উঠেছিল।ভিডিওতে দেখা যায়, পাথরের গায়ে খোদাই করা অমূল্য শিল্পকর্মগুলো আইএস সদস্যরা ভারি যন্ত্র দিয়ে কেটে ফেলছে।
এরপর সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক স্থাপন করে বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকাটি মাটিতে মিশিয়ে দেয়া হয়।
নিমরুদের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদেশি জাদুঘরে রয়েছে।
কিন্তু প্রাণীর শরীরের ওপর মানুষের মাথা বিশিষ্ট বিশালাকৃতির 'লামাসু'র মূর্তিগুলো নিমরুদেই ছিল।
ইরাকের যে অঞ্চলটি জঙ্গিরা দখল করে নিয়েছে সেখানে দেশটির তালিকাভুক্ত ১২ হাজার প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে ১৮শ' স্থান রয়েছে।
আইএস ইতোমধ্যে মসুলের লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে। লাইব্রেরিটিতে ৮ হাজার প্রাচীন অমূল্য পাণ্ডুলিপি ছিল।
২০১৪ সালের জুনে মসুলসহ এর আসেপাশের এলাকা দখল করে আইএস।
আইএস নিমরুদসহ অন্য প্রত্নতাত্বিক স্থানে হামলা চালাচ্ছে কারণ এটা তাদের ভাষায় 'মিথ্যার মূর্তির' বিরুদ্ধে যুদ্ধ।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate