অ্যাশেজ হারের কষ্ট প্রলেপ দিতে আবার রিকি পন্টিংকে ফেরাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ক্রিকেটার হিসেবে নয়। সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বিষয়ে অসিদের দলীয় পারফর্ম্যান্স বিশ্লেষক প্যাট হাওয়ার্ড সংবাদ মাধ্যমকে বলেন, ‘পন্টিংকে পরামর্শক হিসেবে পেলে আমাদের ভালো হবে।’
প্যাট জানিয়েছেন, ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি পন্টিংয়ের সাথে আলোচনা এগিয়ে নিয়েছে। ওয়ানডে ও টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী পন্টিং ইতোমধ্যেই কোচ হিসেবে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ ছিলেন তিনি। আসরে মুম্বাই চ্যাম্পিয়ন হয় তার অধীনেই।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এ প্রসঙ্গে প্যাট হাওয়ার্ডের একটি মন্তব্য প্রকাশিত হয়েছে। তাতে তিনি বলেছেন, ‘আমরা চলতি বছর বেশ কয়েকবার পন্টিংয়ের সাথে আলোচনা করেছি। বোর্ড এখন তাকে দলের সাথে রাখার জন্য মুখিয়ে আছে। আমার মনে হয় পন্টিংও এটি চায়।’
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পন্টিং প্রধানত দুটি ভূমিকা পালন করছেন। অ্যাশেজ সিরিজ এলে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেন তিনি। এ ছাড়া বিগ ব্যাশেও তিনি এই কাজ করেন টেন টেনওয়ার্কের সাথে। তার দ্বিতীয় ভূমিকা হলো আইপিএলের অন্যতম শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ।
দলের উন্নতির জন্য ড্যারেন লেম্যানের সময়ে যে কোনো দেশের কিংবদন্তী খেলোয়াড়দের সহযোগিতা নিতে পারে অস্ট্রেলিয়া। যেমন স্পিনারদের সহায়তার জন্য শেন ওয়ার্নের পাশাপাশি ডাকা হয়েছিলো লঙ্কান মুত্তিয়া মুরালিধরনকেও।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate