সেরা অভিনেতা সালমান, অভিনেত্রী শ্রদ্ধা
টাইমস ইনডেক্স হলো এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে পরিপূর্ণ জরিপ। বলিউড বক্স অফিস, প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়া, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বক্ষেত্রে তারকাদের অবস্থানের ভিত্তিতে এ জরিপ করা হয়। চলতি বছর ‘এবিসিডি-২’ ছবিতে অভিনয় করে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন শ্রদ্ধা কাপুর। এর আগে তার অভিনীত ‘আশিকি-২’ এবং ‘এক ভিলেন’ ছবি দুটিও ছিল ভাল ব্যবসা সফল। ‘এবিসিডি-২’ একটি নাচভিত্তিক ছবি। এ ছবিতে তিনি অভিনয় করেছেন বরুণ ধাওয়ানের বিপরীতে।
আর ‘বজরাঙ্গি ভাইজান’ ছবিতে অভিনয় করে এ জরিপে অভিনেতাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন সালমান খান। এদিকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের ফেলে এ জরিপের এক নাম্বার অবস্থান দখল করা প্রসঙ্গে টাইমস ইনডেক্সের এক মুখপাত্র বলেন, শ্রদ্ধা অভিনেত্রী হিসেবে ধারাবাহিকভাবে সফল। তাছাড়া চলতি বছর অভিনেত্রীদের মধ্যে দুর্দান্ত অভিনয় পারফরমেন্স তিনি দেখিয়েছেন ‘এবিসিডি-২’ ছবিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনেও শ্রদ্ধার জনপ্রিয়তা অনেক। সব কিছুর বিচারেই এ জরিপ করা হয়েছে।
অন্যদিকে অভিনেতাদের মধ্যে এ জরিপে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রণবীর সিং, শাহরুখ খান ও ফারহান আক্তার। আর অভিনেত্রীদের মধ্যে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন কারিনা কাপুর ও দিপিকা পাডুকোন।
0 comments:
Post a Comment