মানদিপ সিংয়ের 'রেকর্ড'
এমনও যে রেকর্ড হয়ে যেতে পারে, তা হয়তো ভারতীয় 'এ' দলের খেলোয়াড় মানদিপ সিং নিজেও ভাবেননি। রোববার দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে চেন্নাইয়ে খেলছিলেন তিনি। ওই ম্যাচে ভ্যাপসা গরমে খাদ্যে বিষক্রিয়া ঘটে অসুস্থ হয়ে পড়েন প্রোটিয়া দলের অন্তত ১০ জন খেলোয়াড়! বাধ্য হয়ে তাদের ভিডিও অ্যানালিস্টকে নেমে পড়তে হয় ফিল্ডিং করতে। এমন কি ভারতীয় 'এ' দলে খেলা মানদিপ সিংকেও নামিয়ে দেখায় হয় দক্ষিণ আফ্রিকার জার্সি পড়িয়ে!
একই দিনে একই ম্যাচে দুই দলের হয়ে স্বীকৃত লিস্ট এ খেলার রেকর্ড হয়ে যায় মানদিপের। এমন রেকর্ডের কথা মানদিপ নিশ্চয় ভুলেও ভাবেননি। ইতিহাসে এমন রেকর্ড আর নেই। মানদিপের এমন রেকর্ডের দিনে ভারতীয় 'এ' দল আট উইকেটে ম্যাচ জিতেছে।
বাংলাদেশ সফরে ব্যর্থ হওয়া কুইনটন ডি কককে 'এ' দলের সাথে ভারত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। এই ম্যাচে নিজেকে ফিরে পাওয়ার কাজটা ভালোভাবেই করেছেন কক। দারুণ এক সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু তা বিফলে গেছে ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে।
এ দিকে খাদ্য বিষক্রিয়া জনিত বিপদে পড়ে সোমবারের ম্যাচটি খেলতে পারছে না প্রোটিয়ারা। সোমবার তাদের খেলার কথা ছিলো তিনজাতির আসরের অপর দল অস্ট্রেলিয়ার সাথে। তাদের বদলে সোমবারের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার কথা স্বাগতিক ভারতের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি নতুন করে পরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
0 comments:
Post a Comment